সিলেটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

Daily Ajker Sylhet

admin

০১ অক্টো ২০২৩, ০১:৪৯ অপরাহ্ণ


সিলেটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শিববাড়িতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম টিপু (২৮)।

টিপু নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মৃত আমজদ মিয়ার ছেলে। সিলেট রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত দশটার দিকে স্টেশন সংলগ্ন শিববাড়ি এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারনা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Sharing is caring!