সিলেট সাগরদীঘিরপাড়ে ছুরি কাঘাতে প্রাণ গেল যুবকের
১৯ অক্টো ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মো. শাওন মিয়া নামের ওই যুবক মারা যান।
শাওন মিয়া সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ছুরিকাঘাতের শিকার হন।
মো. শাওন মিয়ার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফর আহমদ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে সাগরদীঘিরপাড় মণিপুরী গলিতে দুর্বত্তরা শাওন মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।