সেরা পুরস্কার পেয়ে যা বললেন পরীমনি

Daily Ajker Sylhet

admin

২৫ এপ্রি ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ


সেরা পুরস্কার পেয়ে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। সোমবার পরীমনির হাতে সেরা পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টালিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আনন্দবাজার পত্রিকাটি প্রতি বছরই দুই বাংলার শোবিজকর্মীদের মধ্যে থেকে বছরের সেরা তারকা নির্বাচনের পাশাপাশি তাদের পুরস্কৃতও করে থাকে।

পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করে পরীমনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে পরীমনি লেখেন, এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্ত এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ।

পরীমনি আরও লেখেন, আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।

 

Sharing is caring!