হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

Daily Ajker Sylhet

admin

১২ অক্টো ২০২৩, ০২:১৪ অপরাহ্ণ


হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(১২ অক্টোবর) রাত ৩ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়- চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় পৌছলে একই এলাকার শাহিন মিয়ার ছেলে সুজন মিয়া (১৬) ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Sharing is caring!