১৫ আগস্টে জনসমাগম সামাল দেওয়া চ্যালেঞ্জ হবে: ডিএমপি কমিশনার
১৪ আগ ২০২৩, ০৩:১২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক:
আগামীকাল ১৫ আগস্ট (মঙ্গলবার) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক লোক সমাগম হবে বলে মনে করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আগত লোকজনের ভিড় সামাল দেওয়া পুলিশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
১৫ আগস্ট ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানান নগর পুলিশের প্রধান। তবে জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি বলে জানান তিনি।
অন্যান্য বছরের তুলনায় এবার ১৫ আগস্টে ২০ থেকে ৩০ ভাগ বেশি লোক সমাগম হবে বলে মনে করেন খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, এবার জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সেদিন আগত লোকজন সামাল দেওয়া পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
তিনি আরও বলেন, শোক দিবসের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। এ বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা ও জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।