Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

admin

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবক জালাল হোসেন (২৮) বুড়িচং উপজেলার সীমান্তবর্তী কোদালীয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক ঘাস কেটে বাড়ি ফেরার সময় সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Manual4 Ad Code

৬০ বিজিবির আওতাধীন শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান জানান, সীমান্ত পিলার ২০৬৫/৭ এর সংলগ্ন এলাকায় কুধবার সন্ধ্যায় একটি ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় গুলির বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তাই বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, সন্ধ্যা ৬ টার দিকে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে শূন্যরেখায় প্রবেশ করে ওই যুবক। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পেছন থেকে এক বিএসএফ সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে জালাল দৌড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠায়।হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. বোরহান জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

Manual3 Ad Code

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, সীমান্তে গুলির ঘটনার কথা স্থানীয়দের মাধ্যমে শুনেছি, বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

শেয়ার করুন