খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তাঁর ছোট ছেলে আরাফাতের স্ত্রী
২২ মার্চ ২০২৩, ০৬:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান দেশে এসেছেন। তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন গতকাল মঙ্গলবার মধ্যরাতে।
শর্মিলা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। তিনি ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন বলে তাঁদের পরিবারিক সূত্র জানিয়েছে।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, আথ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।
এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তখন শর্মিলা রহমান তাঁকে দেখতে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তিনি লন্ডনে চলে যান।
শর্মিলা রহমান লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।
তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন গত সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সাল থেকে।