Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

admin

প্রকাশ: ০২ মে ২০২৩ | ০২:৫২ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৩ | ০২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরোও একজন আহত হয়েছেন। নিহত শাহজাহান মিয়া (২৮) নামে এ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ মে) রাতে চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

Manual4 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, সন্ধ্যার পর স্থানীয়রা পাকুরিয়া এলাকার সড়কে শাহজাহানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল।

Manual2 Ad Code

এছাড়া সেখান থেকে খায়রুল ইসলাম জার্নেল নামে আরেক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটায় শাহজাহান নিহত ও তার সঙ্গী আহত হয়েছেন। পুলিশ এ নিয়ে তদন্তে নেমেছে।

 

Manual1 Ad Code

শেয়ার করুন