Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার (০৪ এপ্রিল) বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

জানা যায়, শনিবার (০১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ৪৮ বিজিবির সদস্যরা গোয়াইনঘাট থানার পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে রানীরঘাট এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়।

Manual1 Ad Code

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এসময় বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।

Manual5 Ad Code

৪৮ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ভারতীয় শাড়ি কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা শাড়িও লেহেঙ্গার আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।

 

শেয়ার করুন