Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাটিজুরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ০১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০১:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
মাটিজুরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলা তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা মাধ্যমিক বিদ্যালয়ে হাজী মোহাম্মদ মস্তাকুল ইসলাম মস্তাব মেধা বৃত্তি এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় এলাকার কয়েকজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়। গত ২রা মার্চ সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বিলাল উদ্দিন।

সহকারী শিক্ষক শাকির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন তিলপাড়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান, মাটিজুরা এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সেক্রেটারি শামছুল হক ইয়াহইয়া, ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আবু, ট্রাস্টের সদস্য শামসুল হক ও আমিনুর রহমান, সমাজসেবক ডা. আব্দুস ছালাম মুক্তা, স্থানীয় মুরব্বি হেলাল উদ্দিন, মুসলিম উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন এপলু, রমেন্দ্র দাসসহ আরো অনেকে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তারা ২০২২ সাল থেকে ধারাবাহিক ভাবে ২০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করায় শিক্ষানুরাগী ব্যক্তি মস্তাকুল ইসলাম মস্তাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শেষাংশে বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় এলাকার কয়েকজন প্রবাসীর হাতে সংবর্ধনা স্বরুপ সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Manual7 Ad Code

শেয়ার করুন