Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কিশোর গ্যাং কেড়ে নিল আইনজীবীর প্রাণ

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ | ১২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে কিশোর গ্যাং কেড়ে নিল আইনজীবীর প্রাণ

Manual3 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন আইনজীবী খুন হয়েছেন। রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শহরের পৌরসভার সামনে এ খুনের ঘটনা ঘটে । নিহত অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, অ্যাডভোকেট সুজন মিয়া নিয়মিত শরীরচর্চা করতেন। রোববার জিমনেসিয়াম থেকে ফেরার পথে তিনি মৌলভীবাজার শহরের পৌরসভা প্রাঙ্গণে একটি ফুসকার দোকানে সামনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে কিশোর গ্যাং একটি গ্রুপের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের বখাটেরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Manual5 Ad Code

শেয়ার করুন