সিলেটে মোবাইল চালাতে না দেয়ায় কিশোরীর আত্মহনন

Daily Ajker Sylhet

admin

০৬ এপ্রি ২০২৫, ০৫:২০ অপরাহ্ণ


সিলেটে মোবাইল চালাতে না দেয়ায় কিশোরীর আত্মহনন

নিউজ ডেস্ক:
সিলেটে মোবাইল চালাতে না দেয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। টেলিফোনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। নিহত কিশোরীর নাম লাবিবা তানহা (১৩)। আজ রোববার সকালে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল শনিবার ওই কিশোরীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিয়ে যান তার মা। এসময় তিনি কিছুক্ষণ তানহাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়। পরে আজ সকালে ওই বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন চালাতে না দেয়ায় মায়ের শাসনে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

Sharing is caring!