এস কে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ জুন

Daily Ajker Sylhet

admin

২৪ মার্চ ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ণ


এস কে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ জুন

আদালত প্রতিবেদক:
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদুকের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। আগামী ৩ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেন।

রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল। কিন্তু দুদক আদালতে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন তারিখ ঘোষণা করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির দুর্নীতির দুদকের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামি ৩ জুন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি করেন।

মামলার এজাহার থেকে জানান যায়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ অবৈধভাবে আমেরিকায় পাচার করা হয়। এস কে সিনহার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে এ অর্থ রাখা হয়। অবৈধ সে অর্থ দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় নগদ ২ লাখ ৮০ হাজার ডলার দিয়ে বাড়ি ক্রয় করা হয়।

Sharing is caring!