অপেক্ষার সময় শেষ হয় না কিংসের
২৩ অক্টো ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
স্পোর্টস রিপোর্টার:
বসুন্ধরা কিংস ভারতে এএফসি কাপে মোহন বাগান সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ খেলবে আগামীকাল। অথচ গতকাল রাত সোয়া ৮টা পর্যন্ত ভিসা হাতে পায়নি বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
তিনি বলেন, ‘ইন্ডিয়ান অ্যাম্বেসি থেকে ফোন করে জানিয়েছে বলেই আমাদের লোক আইভ্যাক গিয়ে বসে আছে। বিকাল ৪টায় থেকে সেখানে অপেক্ষা করছে।’
ভিসা পেলে যাবেন কি না, সেই প্রশ্নে ইমরুল হাসান বলেন, ‘আগে পাসপোর্ট খুলে দেখি ভিসা পেয়েছে কি না। ভিসা পেলেই তো হবে না। ৫০ জনের টিকিট, হোটেল বুকিং সবই তো বাতিল হয়েছে। এখন নতুন করে করতে হবে।’ কিংস কর্মকর্তারা বলছেন, অপেক্ষার সময় শেষ হয় না।