গোলাপগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

Daily Ajker Sylhet

admin

২৩ মে ২০২৩, ০৩:০১ অপরাহ্ণ


গোলাপগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার দুপুরে পৌর সদরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট’র সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

এর আগে ১৭ মে ‘গোলাপগঞ্জে নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়। এ ঠিক ৪দিন পরেই এই অভিযান পরিচালনা করতে নামে ভোক্তা অধিকার।

সোমবার এ অভিযানের নের্তৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখার সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম হিসেবে গোলাপগঞ্জ চৌমুহনী বাজার ও ঢাকাদক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মুল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ সহ বিভিন্ন অভিযোগে ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করবে।

Sharing is caring!