নারী পাচারের গল্পে নওশাবা

Daily Ajker Sylhet

admin

০৪ নভে ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ


নারী পাচারের গল্পে নওশাবা

বিনোদন রিপোর্টার:
ক্যারিয়ারে ঝুলিতে এরইমধ্যে বেশ কিছু চলচ্চিত্র জমা করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। তবে অভিনয় যাত্রা দীর্ঘদিন হলেও খুব বেশি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ মেলেনি তার। আবার মূল চরিত্র বা তার অভিনয় যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগও কম পেয়েছেন বলে অনেকে মনে করেন। তবে এবার সেই আক্ষেপের পালা শেষ হচ্ছে।

নতুন সিনেমা ‘মেঘনা কন্যা’য় ভিন্ন এক নওশাবা হাজির হতে যাচ্ছেন। জানা গেছে, সিনেমাটি নারীপাচার নিয়ে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে নির্মিত হয়েছে। পাশাপাশি নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন।

পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প। আর সেই নারীর ভূমিকাতেই দেখা মিলবে নওশাবার। চলতি মাসেই সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী। আগামী ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে নারীপাচার নিয়ে নির্মিত ভিন্ন গল্পের এই সিনেমাটি।

কাজী নওশাবা আহমেদ ছাড়াও ‘মেঘনা কন্যা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীত পরিচালনায় রয়েছেন চিরকুট ব্যান্ডের সুমী। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।

Sharing is caring!