অনুশীলন বাতিল বাংলাদেশ-শ্রীলঙ্কার

Daily Ajker Sylhet

admin

০৫ নভে ২০২৩, ০১:১৪ অপরাহ্ণ


অনুশীলন বাতিল বাংলাদেশ-শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দিল্লিতে আগামী সোমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে দুই দল। বিশ্বকাপের বৃহত্তর প্রেক্ষাপটে তাই এই ম্যাচের কোনো গুরুত্বই নেই। গুরুত্ত্বহীন এই ম্যাচে সামনে এসেছে দুই দলেরই নতুন এক প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষের নাম বায়ুদূষণ।

বায়ুদূষণ দিল্লির চিরন্তন সমস্যা। গত কয়েক দিন অবস্থা আরও খারাপ। এতটাই যে, গত বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সব ধরনের নির্মাণকাজও। গতকাল মানে শুক্রবার বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সব শহরের মধ্যে এক নম্বরে ছিল দিল্লি। আর এর প্রভাব পরেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলেও।

দিল্লির এই মারাত্নক বায়ুদূষণের কারণে দলের চিকিৎসকের পরামর্শে শনিবার অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দল সন্ধ্যা ৬টায় অনুশীলনে আসলেও আগের দিন শুক্রবার অনুশীলন করার কথা ছিল। কিন্ত বায়ুদূষনের কারণে শুক্রবার অনুশীলন বাতিল করেছিল বাংলাদেশ। শনিবার অনুশীলনে বাংলাদেশের কোচ চান্দিকা হাতুরুসিংহে এসেছিলেন মাস্ক পরে। এতেই বোঝা যায় দিল্লির পরিস্থিতি।

এর আগেও দিল্লিতে এমন পরিস্থিতিতে খেলেছিল শ্রীলঙ্কা। ক্রিকেটারদের জন্য যা মোটেই সুখকর হয়নি। শ্রীলঙ্কা ২০১৭ সালে ভারতের বিপক্ষে সেই টেস্ট ম্যাচে ড্রেসিংরুমে বমি করেছেন শ্রীলঙ্কার অনেক ক্রিকেটার। ছয়-সাতজন ক্রিকেটার ফিল্ডিং করতে নেমেছেন মুখে মাস্ক পরে।

সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের সব শহরের বায়ুদূষণের মাত্রা নিয়ে কাজ করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির একিউআই ছিল ৬৪০। এই একিউআই-টা কী? এটা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সংক্ষেপিত রূপ। যা শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকলে ‘ভালো’, ৩০০ থেকে ৪০০ পর্যন্ত উঠে গেলে তা ‘বিপজ্জনক’।

পূর্বাভাস যা বলছে, তাতে আগামী দুই/তিন দিনের মধ্যে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে খেলা কি হবে? একিউআই ৪০০ এর উপর বেড়ে যাওয়ায় আইসিসির একজন মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রিকেটারদের স্বাস্থ্যের বিষয়টা আইসিসির কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি মূল্যায়নে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে।’

Sharing is caring!