ফেঞ্চুগঞ্জের দুই ইউনিয়নে নৌকার পরাজয়
১৬ মার্চ ২০২৩, ০৭:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১৬ মার্চ) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে।
অপরদিকে, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই দুই ইউনিয়নেই নৌকার প্রার্থীর পরাজয় ঘটেছে।