ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি দেশে ফিরলেন

Daily Ajker Sylhet

admin

১৬ সেপ্টে ২০২৩, ০১:৪০ অপরাহ্ণ


ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি দেশে ফিরলেন

স্টাফ রিপোর্টার:
ভারতে অবৈধ পথে পাচার হওয়া ১৯ জন বাংলাদেশি নারী-পুরুষকে দীর্ঘ চার বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে।

আইনি প্রক্রিয়া শেষে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দিয়েছে পুলিশ। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটকের পর ফেরত আসা বাংলাদেশিরা ভারতের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারাসহ প্রশাসনিক ও এনজিও সংস্থার কর্মকর্তারা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, তারা ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। পরে দালালরা তাদের দেওয়া কথা না রেখে নানান ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করেন। এসময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেন, আবার কেউ কেউ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের কাছে আটক হন।

তিনি জানান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে আসেন তারা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাচার হওয়া এসব নারী-পুরুষকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Sharing is caring!