Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের, যা বললেন স্ত্রী সঞ্চিতা

admin

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ | ০১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৩০ মার্চ ২০২৩ | ০১:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের, যা বললেন স্ত্রী সঞ্চিতা

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি ২০তে বুধবার ১৮ বলে ৫০ রান করেন লিটন দাস, যা দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।

Manual1 Ad Code

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি ২০ ম্যাচে আক্ষেপ তাকে স্পর্শ করার আগে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে টি ২০তে এখন বাংলাদেশের দ্রুততম তিনি।

দ্রুততম সেঞ্চুরির পথে হাঁটছিলেন। ৪১ বলে ৮৩ রানে থেমে যাওয়ায় হতাশায় পুড়তে হয় এই ডান-হাতি ব্যাটারকে।

লিটনের সঙ্গে দারুণ এক রেকর্ডের সাক্ষী হয়েছেন রনি তালুকদার। এ দুই ওপেনার বাংলাদেশের হয়ে গড়েছেন নিজেদের দ্রুততম অর্ধশত ও শতরানের রেকর্ড। ২১ বলে ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। ৪৩ বলে ১০০। লিটন ও রনি ওপেনিং জুটিতে গড়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি (১২৪)।

Manual6 Ad Code

মাত্র ১৮ বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশত রান করার পর লিটনকে অভিনন্দন জানান স্ত্রী সঞ্চিতা। ফেসবুক পোস্টে লিটনের স্ত্রী লেখেন, ‘অভিনন্দন স্বামী। হরেকৃষ্ণ।’ সেইসঙ্গে চুম্বন এবং নমস্কারের ইমোজিও পোস্ট করেন লিটনের স্ত্রী।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

Sharing is caring!

শেয়ার করুন