ফেঞ্চুগঞ্জে রেল ক্রসিংয়ে পারাবত কেড়ে নিলো আওয়ামী লীগ নেতার প্রাণ
১৫ অক্টো ২০২৩, ০৬:১৮ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুস শহিদ (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি সিলেটের জকিগঞ্জের দক্ষিণ খলাছড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
রবিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস শহিদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পেশায় তিনি একজন এলজিইডি ঠিকাদার।
জানা যায়, রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেট ফিরছিলেন আব্দুস শহিদ। দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী ইলাশপুর এলাকার আলিমুল ইসলাম জানান, রেল ক্রসিং পয়েন্টে কোনো গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দুঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।