Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শুভমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সারা

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
শুভমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সারা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আপাতত ইংল্যান্ডে আছেন ক্রিকেটার শুভমান গিল। সেখানেই রয়েছেন সারা টেন্ডুলকার। সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শচীনকন্যার সঙ্গে শুভমানের ইনস্টাগ্রাম চ্যাট, তার মাঝেই ফের আলোচনায় শুভমান গিল ও সারা আলি খানের সম্পর্ক! নেপথ্য সারা আলি খানের সাম্প্রতিক মন্তব্য।

সারা আলি খান আর শুভমান গিলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। যখন থেকে কিছু অনুষ্ঠানে, রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যায়, তখন থেকেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। যদিও গত মাসের শেষে আচমকাই শোনা যায় সাইফকন্যার সঙ্গে বন্ধুত্বে ইতি টেনেছেন শুভমান। ইনস্টায় পরস্পরকে আনফলো করেছেন তারা। কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে বিয়ে নিয়ে মুখ খুললেন সারা, সেখানে জড়িয়ে গেল শুভমানের নাম!

Manual1 Ad Code

আপাতত ‘জরা হটকে জরা বাঁচকে’র প্রচারে ব্যস্ত সারা। এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল— পছন্দের পাত্র সম্পর্কে। সারার কাছে সরাসরি জানতে চাওয়া হয়, ঠাকুমা শর্মিলা ঠাকুরের পথে হেঁটে কোনো ক্রিকেটারকে তিনি বিয়ে করবেন কিনা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে অকপট, অনায়াস সারা।

Manual6 Ad Code

ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাৎক্ষাকারে তিনি বলেন, ‘আমি যেমন মানুষ তাতে আমার কোনো অসুবিধা নেই ক্রিকেটার, ডাক্তার, অভিনেতা বা ব্যবসায়ীকে বিয়ে করতে। সত্যি বলতে— আমার জন্য তার পেশাটাই সব নয়। আমার সঙ্গে সেই মানুষটার মানসিকতা মিললে তবেই আমার ক্ষেত্রে সেই সম্পর্কে এগোনো সম্ভব। সেটাই বেশি জরুরি, পেশা নয়।

এর পর সারার কাছে আরও বিস্তারিত জানতে চাওয়া হয়। অভিনেত্রী বর্তমান ভারতীয় ক্রিকেট টিমের কোনো সদস্যকে ডেট করতে আগ্রহী কিনা। সারা বলেন, ‘সত্যি কথা বলছি— বিশ্বাস করুন আমি যেমন ধরনের মানুষ খুঁজছি, আজ পর্যন্ত সেই মানুষের সঙ্গে আমার দেখা হয়নি। তাই মনে তো হয় না’। তবে কি সারা স্পষ্ট করে দিলেন শুভমান গিলের সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন না তিনি? শুভমানের আগে সাইফকন্যার নাম জড়িয়েছে কার্তিক আরিয়ান, সুশান্ত সিং রাজপুতের মতো সহ-অভিনেতার সঙ্গে। তবে প্রকাশ্যে কখনই প্রেমের কথা স্বীকার করেননি ‘কেদারনাথ’ অভিনেত্রী।

Manual3 Ad Code

গত ২ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছে সারা-ভিকির ‘জরা হটকে জরা বাঁচকে’। বক্স অফিসে দুর্দান্ত পারফরম করছে এই ছবি। বিবাহিত জুটির রোমান্স, ঝগড়া, বিচ্ছেদের প্রেক্ষাপটে সাজানো এই ছবি। সিনেমায় সারা ও ভিকি ছাড়াও রয়েছেন রাকেশ বেদী, শারিব হাশমি, নীরজ সুদসহ অন্যান্য অভিনেতা।

 

Manual2 Ad Code

Sharing is caring!

শেয়ার করুন

কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলার সাবেক দুইবারের জনপ্রিয় চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আবদুল হাকিম চৌধুরীর অনুসারীরা কোনভাবেই আরিফকে মানতে নারাজ। তারা বলছেন, দুর্যোগে, দুর্বিপাকে আমরা সবসময় হাকিম চৌধুরীকেই পেয়েছি। প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থাকা হাকিম চৌধুরীর বাড়ি ওই নির্বাচনী এলাকায়। আরিফুল হক এখানকার বাসিন্দা নন। যে কারনে নির্বাচনী এলাকায় তারা ‘অতিথি প্রার্থী’ কাউকে চায় না। স্থানীয় প্রার্থী হিসেবে হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাই কমান্ডের প্রতি জোর দাবি তাদের। এই আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা সামসুজ্জামান জামান, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দীন ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের স্ত্রী এডভোকেট জেবুন্নাহার সেলিম।